আগামী এক সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নামে (ইংরেজি বা বাংলা) অননুমোদিত সকল পেইজ, গ্রুপ বা প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পরিবারের সদস্যগণের নামে সৃষ্ট প্রোফাইল বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১৬ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বেশ কিছুদিন যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যগণের (বাংলা ও ইংরেজি) পরিচয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেইজ বা প্রোফাইল পরিচালিত হচ্ছে এবং প্রায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি লঙ্ঘিত হয় এরূপ পোস্ট বা সংবাদ পরিবেশিত হচ্ছে। অতি সম্প্রতি এ প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নথি পর্যালোচনায় দেখা যায় যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে (ইংরেজি বা বাংলা) কোন অনুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ বা প্রোফাইল নেই। বিধায় আদিষ্ট হয়ে আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে (বাংলা/ইংরেজি) অননুমোদিত সকল পেইজ, গ্রুপ বা প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পরিবারের সদস্যগণের নামে সৃষ্ট প্রোফাইল বন্ধ/ডিলিট করার জন্য বলা হলো। অন্যথায় সংশ্লিষ্ট পেইজ, গ্রুপ বা প্রোফাইল পরিচালনাকারীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ বিএম শহিদ