দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অধীনে আবেদন প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে প্রার্থীরা পুনরায় অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করা যাবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
সূত্র জানায়, এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১,০০,৮২২ জন শিক্ষক নিয়োগ দেবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয় ২২ জুন, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়াটি মাঝপথে স্থগিত হয় এবং এখন তা পুনরায় চালু করা হলো।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে