প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ। আজ (২০মার্চ) সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। ৮ উইকেটে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান তোলার জয় এসেছে ১৮৩ রানে। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে রানের দিক দিয়ে সবচেয়ে বড় জয়।
আট বছর ধরে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ এই সময় ঘরের মাঠে মাত্র দুটি সিরিজে হেরেছে। সেই দুটি সিরিজই ছিল ইংল্যান্ডের বিপক্ষে। এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এবার মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। ওই সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় আটটিতে, আয়ারল্যান্ডের জয় দুটিতে। সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের মূল লক্ষ্য হলো, খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো। যাতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে একটা সেরা দল তৈরি করা যায়। যেমন প্রথম ওয়ানডেতে ৯২ রান করা তাওহীদ হৃদয়কে নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে।
অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডেটি আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রূপ নিয়েছে। প্রথম ম্যাচের পর আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি বলেছিলেন, ‘ম্যাচের অর্ধেক সময়েও আমরা খুব বেশি হতাশ ছিলাম না। যখন আমরা ব্যাটিং করতে নামি তখনো উইকেট ভালো ছিল। তারপর আমরা ৪-৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাই। অভিজ্ঞতার অভাব ছিল―এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’
খুলনা গেজেট /কেডি