গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের মতো দলকে ছিটকে দিয়ে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা।
যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। জাকের আলির পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি।
২০০৭ সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যর্থতায় হতাশায় পুড়েছে ভক্তরা। এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে। কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশের একাদশ – তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
খুলনা গেজেট/এমএম