খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

এক নীরব বেদনা

আবদুস সালাম খান পাঠান

ঐশ্বর্যভরা মন একাকীত্ব ভাবনার সমুদ্র তরঙ্গে কাঁদে নীরব বেদনায় –
করোনা মহামারীতে করুন আর্তনাদে দুঃস্বপ্নের প্রহর গুনে গুনে,
হাহাকারে নদীর স্রোতে অশ্রুজল গড়িয়ে যায়।

আকাশ দিগন্তে আঁধার কাটে না, ঘনঘোর অমানিশা ঘুছে না
বেদনা অশ্রু ঝর্ণার স্রোতের মতো সাগরজলে মোহনায় মিশে যায়
– তীব্র জ্বালা বুকে জ্বলে মানবের স্বজনহারা আর্তনাদে কান্নার
জোয়ারে – বিশ্ব মানুষের স্নেহ প্রেম ভালোবাসা আজি অন্তরের
তীব্র তাপদাহে উচ্চ বলয়ে,

করোনা ব্যাধির প্রাদুর্ভাব প্রতিদিনের সঙ্কটে, সমাজ জনপদে,
বাংলার সবুজ প্রকৃতি গাছপালা জেগে উঠে নতুন পুষ্পকুঁড়িতে
পত্রপল্লব, শস্য-শ্যামলে, মাটির পরশ নির্মল কার্বনে
জীবন বোধে, তেমন ঐশর্য নেই, কাটে অনাড়ম্বর জীবনমানে,

পরম স্রষ্টার কাছে নিয়ত সালাতের প্রার্থনায় মুমিন খুঁজে –
সুখ-শান্তি, জীবন পরীক্ষার ক্ষেত্রে তওবার মাঝে, ক্ষমা মুক্তির
পথ, এ পার্থিব কল্যানের । অনেক আশা শরণে স্বজনে,
রূঢ় বাস্তবে জীবন ব্যবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থানে, প্রেমহীন
চোখে, দুঃখ দানা বাধে পাথর খন্ডে।

মহান উন্নত তিনি দয়াময় প্রভু, তিনিই মুক্তির পথ খুলে দেবেন,
তুলে নেবেন করোনার বিস্তার গুনাহ মাফের কোনক্ষন
তওবা কবুল করনে । ধৈর্য্য গুনে –

ঐশ্বর্যভরা মন একদিন সহসা আলোকিত হবে খাঁটি জীবন
ঈমানী জৌলুসে একান্ত সালাতের আরাধনায় মুনাজাত |
সকল শান্তিসুখ আসবে মহান স্রষ্টার ইচ্ছায়, করুনাময়
আল্লাহরই রহমতে । রাসূলের (সাঃ) আদর্শ সদা জাগরুক
থাকুক মনে।

 

(লেখক : সাবেক পরিচালক , ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। )

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!