খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

এক নজরে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

ফাইনালটা জমজমাট না হলেও পুরো বিশ্বকাপ জুড়েই ছিল দারুণ সব ক্রিকেটীয় ‘অ্যাকশন’, স্নায়ুক্ষয়ী সব ম্যাচ, দারুণ সব ব্যাটিং-বোলিং নৈপুণ্যের সমাহার। যার শেষে এসে আরব মরুর বুকে হয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্নপূরণ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম এই আসরের সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক-

আয়োজক- ভারত
স্থান- আরব আমিরাত ও ওমান
ভেন্যু ৪টি
ম্যাচ ৪৫টি
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ:  নিউজিল্যান্ড
ফাইনাল-সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্ট-সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

সর্বোচ্চ ইনিংস
ভারত ২১০/২
প্রতিপক্ষ, আফগানিস্তান

সর্বনিম্ন ইনিংস
নেদারল্যান্ডস ৪৩
প্রতিপক্ষ, শ্রীলঙ্কা

এক ম্যাচে সর্বোচ্চ রান
৩৬৮, ইংল্যান্ড-দ. আফ্রিকা

এক ম্যাচে সর্বনিম্ন রান
৮৯, নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা

সেরা ইনিংস
ব্যাটার        দল         রান         প্রতিপক্ষ
বাটলার     ইংল্যান্ড     ১০১*      শ্রীলঙ্কা
ডুসেন       দ. আফ্রিকা  ৯৪*       ইংল্যান্ড
গাপটিল   নিউজিল্যান্ড  ৯৩       স্কটল্যান্ড

সেরা বোলিং
বোলার       দল         ফিগার      প্রতিপক্ষ
জাম্পা     অস্ট্রেলিয়া     ৫/১৯     বাংলাদেশ
মুজিব   আফগানিস্তান    ৫/২০     স্কটল্যান্ড
আদিল     ইংল্যান্ড       ৪/২       উইন্ডিজ

সবচেয়ে বেশি জয়
অস্ট্রেলিয়া ৬

সবচেয়ে বেশি হার
বাংলাদেশ ৬

মোট ছক্কা ৪০৫
মোট ১২১৬২

মোট উইকেট ৫২৬
মোট ফিফটি  ৫৪

মোট সেঞ্চুরি ১

সবচেয়ে বেশি রান
ব্যাটার                 দল           ম্যাচ    রান
বাবর               পাকিস্তান       ৬      ৩০৩
ওয়ার্নার          অস্ট্রেলিয়া       ৭      ২৮৯
রিজওয়ান      পাকিস্তান        ৬      ২৮১

সবচেয়ে বেশি উইকেট
বোলার      দল        ম্যাচ     উইকেট
হাসারাঙ্গা শ্রীলঙ্কা       ৮          ১৬
জ্যাম্পা    অস্ট্রেলিয়া  ৭          ১৩
বোল্ট      নিউজিল্যান্ড ৭         ১৩

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!