খুলনা, বাংলাদেশ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১২ মার্চ, ২০২৫

Breaking News

  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 
  পাকিস্তানে সেই ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, ১৩ জঙ্গি নিহত, অভিযান চলছে

এক নজরে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

ফাইনালটা জমজমাট না হলেও পুরো বিশ্বকাপ জুড়েই ছিল দারুণ সব ক্রিকেটীয় ‘অ্যাকশন’, স্নায়ুক্ষয়ী সব ম্যাচ, দারুণ সব ব্যাটিং-বোলিং নৈপুণ্যের সমাহার। যার শেষে এসে আরব মরুর বুকে হয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্নপূরণ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম এই আসরের সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক-

আয়োজক- ভারত
স্থান- আরব আমিরাত ও ওমান
ভেন্যু ৪টি
ম্যাচ ৪৫টি
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ:  নিউজিল্যান্ড
ফাইনাল-সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্ট-সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

সর্বোচ্চ ইনিংস
ভারত ২১০/২
প্রতিপক্ষ, আফগানিস্তান

সর্বনিম্ন ইনিংস
নেদারল্যান্ডস ৪৩
প্রতিপক্ষ, শ্রীলঙ্কা

এক ম্যাচে সর্বোচ্চ রান
৩৬৮, ইংল্যান্ড-দ. আফ্রিকা

এক ম্যাচে সর্বনিম্ন রান
৮৯, নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা

সেরা ইনিংস
ব্যাটার        দল         রান         প্রতিপক্ষ
বাটলার     ইংল্যান্ড     ১০১*      শ্রীলঙ্কা
ডুসেন       দ. আফ্রিকা  ৯৪*       ইংল্যান্ড
গাপটিল   নিউজিল্যান্ড  ৯৩       স্কটল্যান্ড

সেরা বোলিং
বোলার       দল         ফিগার      প্রতিপক্ষ
জাম্পা     অস্ট্রেলিয়া     ৫/১৯     বাংলাদেশ
মুজিব   আফগানিস্তান    ৫/২০     স্কটল্যান্ড
আদিল     ইংল্যান্ড       ৪/২       উইন্ডিজ

সবচেয়ে বেশি জয়
অস্ট্রেলিয়া ৬

সবচেয়ে বেশি হার
বাংলাদেশ ৬

মোট ছক্কা ৪০৫
মোট ১২১৬২

মোট উইকেট ৫২৬
মোট ফিফটি  ৫৪

মোট সেঞ্চুরি ১

সবচেয়ে বেশি রান
ব্যাটার                 দল           ম্যাচ    রান
বাবর               পাকিস্তান       ৬      ৩০৩
ওয়ার্নার          অস্ট্রেলিয়া       ৭      ২৮৯
রিজওয়ান      পাকিস্তান        ৬      ২৮১

সবচেয়ে বেশি উইকেট
বোলার      দল        ম্যাচ     উইকেট
হাসারাঙ্গা শ্রীলঙ্কা       ৮          ১৬
জ্যাম্পা    অস্ট্রেলিয়া  ৭          ১৩
বোল্ট      নিউজিল্যান্ড ৭         ১৩

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!