খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

এক দশক পর ফরাসি লিগের শিরোপা জিতল লিলে

ক্রীড়া ডেস্ক

পিএসজিকে হতাশায় ডুবিয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতছে লিলে। এনিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে চতুর্থ শিরোপা জিতল ক্লাবটি। লিলের জয়ের ম্যাচে গোল করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড ও তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।

প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে শেষ রাউন্ডের ম্যাচে অঁজেকে ২-১ গোলে হারিয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগের মুটুক পড়ল দলটি।

এদিকে, ব্রেস্তের মাঠে ২-০ গোলে জেতা ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। অর্থাৎ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। কদিন আগেই ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয় প্যারিসিয়ানরা।
ম্যাচের দশ মিনিটেই কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে স্বপ্নের শুরু হয় লিলের। প্রথমার্ধের যোগ করা সময়ে বাকি কাজটুকু সেরে ফেলেন বুরাক ইলমাজ। পেনাল্টি থেকে গোল করেন তুরস্কের এই ফরোয়ার্ড। বাকি সময়ে খুঁজেই পাওয়া যায়নি লিলেকে।

এর আগে ১৯৪৫-৪৬, ১৯৫৩-৫৪ ও ২০১০-১১ মৌসুমে শিরোপা জিতেছে লিলে। লিলে অলিম্পিক স্পোর্টিং ক্লাব। ছোট্ট করে বলতে গেলে দলটার নাম লিলে। ফরাসি লিগের এই দলটার বয়স ৭৬ বছর।

শিরোপা জয়ের পথচলায় মৌসুমে মাত্র তিনটি ম্যাচে হেরেছে লিলে। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৩। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!