খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

এক কোটি ৪২ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারাবিশ্বে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৬৪ লাখ ১২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ১৮ হাজার ৩৯৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ২৪৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৪২ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন, ব্রাজিলে ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪, ভারতে ৯ লাখ ১৮ হাজার ৭৩৫, রাশিয়ায় ছয় লাখ ২৫০ জন, চিলিতে তিন লাখ ১৮ হাজার ৯৫, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৬৫ হাজার ৭৭, পেরুতে দুই লাখ ৬৩ হাজার ১৩০, ইরানে দুই লাখ ৫৩ হাজার ২১৩, মেক্সিকোতে দুই লাখ ৫১ হাজার ৫০৫, পাকিস্তানে দুই লাখ ৩৭ হাজার ৪৩৪, সৌদি আরবে দুই লাখ ২০ হাজার ৩২৩, তুরস্কে দুই লাখ ৯ হাজার ৪৮৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে এক লাখ ৯৮ হাজার ৪৪৬, জার্মানিতে এক লাখ ৯০ হাজার ৬০০, বাংলাদেশে এক লাখ ২৩ হাজার ৮৮২, কাতারে এক লাখ ছয় হাজার ২৪, কানাডায় ৯৯ হাজার ৩৫৫ জন, ফ্রান্সে ৮০ হাজার ৮১৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৯১৮ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৫৪ হাজার ৩৭৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫২ হাজার ১৮২, , সিঙ্গাপুরে ৪৫ হাজার ৫২১, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৯০৫, অস্ট্রেলিয়ায় ৯ হাজার ১৭১ এবং মালয়েশিয়ায় আট হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৫২ হাজার ৩৯ জন রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!