খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় বিপুল পরিমান ইয়াবাসহ উজ্জল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার এক্স-রে করে আরও ইয়াবা মিলেছে।

আটক হওয়া মাদক কারবারী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জল শেখ।

খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে বলেন, জিসান পরিবহণে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পুটলা বের করে দেয়। ওই পুটলা থেকে ৬০০ পিচ ইয়াবা বের করে দেয় ওই মাদক কারবারী। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবনচরা থানা পুলিশের এসআই প্রদীপ বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়ার পর উজ্জল শেখের এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পুটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পুটলা বের করা হয়। আরও কয়েকটি পুটলা রয়েছে। এগুলো বের করার পর গণণা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। ওই ব্যবসায়ীর কাছে আরও মাদক আছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!