ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশে বিভিন্ন স্থাপনা ও এলাকার মুসলিম নাম বদলে ফেলার ধারাবাহিকতায় এবার ঐতিহ্যবাহী জেলা সুলতানপুরের নাম পরিবর্তন করতে চলেছে সেখানকার সরকার।
হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের দাবির অজুহাত দেখিয়ে জেলার নাম রামের ছেলে কুশের নামে অর্থাৎ কুশভবনপুর রাখার আলোচনা চালাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। খবর ইন্ডিয়া টিভির।
কেবল সুলতানপুরই নয়, মিঞাগঞ্জের নাম পরিবর্তন করে মায়াগঞ্জ এবং মির্জাপুরের নাম বদলে বিন্ধ্যধাম করারও দাবি তুলেছে ওই সংগঠনগুলো।
উল্লেখ, অবশ্য যোগী সরকার আগেই ফৈজাবাদের নাম অযোধ্যা ও এলাহাবাদের নাম প্রয়াগরাজ করে ফেলেছে। এবার সেই পথে নিতে চলেছে সুলতানপুরকেও।
জানা গেছে, নাম বদলের জন্য ২০১৮ সালে উত্তর প্রদেশের বিতর্কিত বিধায়ক দেবমণি দ্বিবেদী প্রথম প্রস্তাব তোলেন। পরে সুলতানপুরের জেলা প্রশাসক ও অযোধ্যার বিভাগীয় কমিশনারও রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখেন।
এমনকি, ২০১৯ সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে ওই পরিবর্তনের অনুরোধ জানান।
এ মুহূর্তে সেই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা চলছে। যদি শেষ পর্যন্ত তা অনুমোদন পায়, তাহলে এই নিয়ে নাম পরিবর্তিত হবে উত্তরপ্রদেশের তৃতীয় জেলার।
খুলনা গেজেট/কেএম