খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী
  মধ্যরাতে কেঁপে উঠলো দেশ, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

একের পর এক আগুন ঘিরে নানা প্রশ্ন

গেজেট ডেস্ক

বঙ্গবাজার থেকে নিউ সুপারমার্কেট। মাঝখানে ১০ দিনের ব্যবধান। এর মধ্যেই রাজধানীর আরেকটি বড় মার্কেটে ফের বড় অগ্নিকাণ্ড। এর আগে গত বৃহস্পতিবার নবাবপুরের একটি মার্কেটে এবং শুক্রবার হাজারীবাগের একটি ট্যানারিতেও লেগেছিল আগুন। ঈদের আগে ঢাকার জনপ্রিয় দুই মার্কেটসহ ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ দানা বেঁধেছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– কেউই এ সংশয় প্রকাশকারীদের বাইরে নন। এমনকি সরকারের একাধিক মন্ত্রী, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও মার্কেটে আগুন বিষয়ে পড়েছেন দ্বিধায়। যদিও বঙ্গবাজারের ঘটনার প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। তবু জনমন থেকে দূর হচ্ছে না ‘অবিশ্বাস’।

৪ এপ্রিল বঙ্গবাজারে আগুন লেগে কমপ্লেক্সের তিনটি ছাড়াও আশপাশের আরও চারটি মার্কেট পুড়ে যায়। পুলিশ হেডকোয়ার্টার্সের একটি ভবনও ওই আগুন থেকে রেহাই পায়নি। ওই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গঠিত আট সদস্যের তদন্ত কমিটি ১১ এপ্রিল সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে অগ্নিকাণ্ডের উৎসস্থল হিসেবে আদর্শ মার্কেটের তিনতলাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। মশার কয়েল বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে মতপ্রকাশ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হয় ৩০৩ কোটি টাকা। তবে সেই আগুন নাশকতা কিনা, তা নিশ্চিত করে তদন্ত কমিটি বলতে পারেনি। এর আগে গত বৃহস্পতিবার সুরিটোলায় নবাবপুর টাওয়ারের পাশে আরেকটি মার্কেটে আগুন লেগে ৩০টির মতো দোকান ও প্লাস্টিকের গুদাম পোড়ে। শুক্রবার হাজারীবাগেও আরেকটি ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে জনমনে প্রশ্ন উদয় হয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘন ঘন অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসকে কেন বাধা দেওয়া হচ্ছে ও অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেন হামলা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস কিনা? আমরা তো জানি, কিছু রাজনৈতিক দল ঈদের পর আন্দোলন করবে, অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে সরকারকে উৎখাত করবে; কিন্তু এ সাধারণ মানুষগুলো কী অপরাধ করল? সাধারণ ব্যবসায়ীরা কী অপরাধ করল? সাধারণ ক্রেতারা কী অপরাধ করল?’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শনিবার সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে নিউ সুপারমার্কেটের আগুন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেছিলেন। গতকাল আলাদা বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমান শাসকদলের উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে।

গতকাল সকালে নিউ সুপারমার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপারমার্কেট ভবনের তৃতীয় তলা থেকে। বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিস বলেছে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ। তা ছাড়া এমন বৈরী আবহাওয়ার মধ্যে যে কোনো ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে আমরা সব বিষয় খতিয়ে দেখছি। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ আছে– সেটাও দেখা হচ্ছে।’

রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার বিকেলে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। কোনো রকম নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিউ সুপারমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতা আছে কিনা– এ বিষয়ে র‍্যাবের গোয়েন্দারা কাজ করছেন।

এদিকে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ বলেন, একটা আগুনে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন ছাই হয়ে যাচ্ছে। দুর্ঘটনা ঘটার পর তদন্ত কমিটি হচ্ছে। তবে সেগুলো ঠিকমতো প্রকাশিত হচ্ছে না। সঠিক কারণও মানুষ জানতে পারছে না। এসব ঘটনায় আগুনের উৎসটা কী, সেটা বের করা প্রয়োজন। নিউ সুপারমার্কেটের অগ্নিকাণ্ডটিও তদন্তসাপেক্ষ ব্যাপার। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দায়িত্ব হবে সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা। সে ক্ষেত্রে বিল্ডিং কোড বা ফায়ার কোডের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সেগুলো সারিয়ে তুলতে হবে। গ্রহণযোগ্য কারণ বের করা না গেলে এসব ঘটনার পর ডালপালা মেলতে শুরু করবে। মানুষের মনেও সন্দেহ দানা বাঁধতে থাকবে।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদ উল্লাহ বলেন, ‘নাশকতা মনে করলে আগে দেখতে হবে– এ ঘটনায় কে বা কারা লাভবান হচ্ছে। কেউ যদি লাভবান না হয়, তাহলে এটা নাশকতা নয়। তবে শুনেছি, কিছুদিন আগে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। সেই ক্ষোভ থেকে কেউ এমন করেছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!