একুশ মানে অহংকার
হৃদয়ে জাগে ভাবনা
একুশ আমার অহংকার
জাগায় ভাষার চেতনা।
একুশ মানে ভাষার জন্য
রাজপথের মিছিলে,
একুশ মানে বাঙ্গালী হৃদয়ে
কি তুমি নিখিলে?
একুশ মানে মায়ের বুলি
মুখে মুখে সে গান
একুশ মানে শহীদ ভাইদের
ভাষার প্রতিটি প্রান।
একুশ মানে ভাষার সম্পৃতি
যুগে যুগে ঠাই পাওয়া
একুশ মানে ভাষার অহংকার
দাবি আদায়ে কেড়ে নেওয়া।
একুশ আমার বরকত ভাইয়ের
সেই যুদ্ধের শপথ
কত প্রান রক্তের বিনিময়ে
করেছি দূর, দিয়েছি যে কপট।
খুলনা গেজেট/ এস আই