অস্ট্রেলিয়ার নানা শর্ত আর আবদার মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টসের মাধ্যমে শুরু হয়ে গেল আনুষ্ঠানিকতা। সোমবার (৩ আগস্ট) মিরপুরের শেরেবাংলায় প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া।বাংলাদেশের মাটিতে লড়াই বলেই প্রথম টি-টোয়েন্টিতে দুই দলেই আছে স্পিন নির্ভরতা। বাংলাদেশের একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। ওদিকে অস্ট্রেলিয়া দলে আছে দুই স্পিনার অ্যাশটন অ্যাগার আর অ্যাডাম জ্যাম্পার উপস্থিতি।
দলে এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান। নাসুম-মুস্তাফিজকে জায়গা করে দিতে দলে জায়গা হারিয়েছেন জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।