আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। অথচ এই ম্যাচের একাদশেই নাকি আফিফ ও মিরাজ নিশ্চিত ছিলেন না। এমন তথ্য জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশকে একাদশ সাজাতে হয়েছে নতুনভাবে চিন্তাভাবনা করে। স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আসায় ভাবনার অবকাশ ছিল বেশি। শেষপর্যন্ত প্রথম ওয়ানডে জেতালেন যে দুজন, তারা নাকি একাদশে নিশ্চিত ছিলেন না।
অথচ বাঘা বাঘা ব্যাটারদের ব্যর্থতার দিনে এই দুজনই ধরলেন দলের হাল, এনে দিলেন জয়। ম্যাচ শেষে বিসিবি সভাপতি বলেন, ‘পরশু দিনও নিশ্চিত ছিল না ওরা দুইজন খেলবে কি না, স্কোয়াডে (একাদশে) থাকবে কি না। এখানে অন্য নামও ছিল। চিন্তা করছি, ওরা যদি না খেলত কী হত?
আফিফ ও মিরাজ থাকায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অনেকটাই আড়াল হয়ে গেছে। তবে ৪৫ রানে ৬ উইকেটের পতন যে অশনিসংকেত, তা মানতে দ্বিধা থাকার কথা নয়। আফগানিস্তানের স্পিনারদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও তাদের পেসার ফজলহক ফারুকিই ধসিয়ে দিয়েছিলেন। বিষয়টি মানতে কষ্ট হচ্ছে পাপনের।
তিনি বলেন, ‘কয়েকটা আউট, কয়েকটা শট এত বাজে ছিল। বিশ্বাস হচ্ছিল না, এই বল এভাবে খেলে আউট হবে কেন। এই দুজনের একজন যদি না থাকত, তাহলে তো হেরে যেতে পারতাম।’
পাপন তাই পরামর্শ দিলেন, খেলতে হবে ভয় দূর করে। তিনি বলেন, ‘ক্রিকেটে ভয় পেয়ে খেলার কোনো সুযোগ নেই। আফগানিস্তান ভালো দল, এতে কোনো সন্দেহ নেই। তাদের বিশ্বমানের বোলার আছে। কিন্তু যাদের নিয়ে আমরা চিন্তিত থাকার কথা তাদের কিন্তু উইকেট দেইনি। আমরা উইকেট দিয়েছি একজন পেসারের হাতে!’
খুলনা গেজেট/এনএম