খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪
  সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
  ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছে হাইকোর্ট

একাত্তরে খুলনা রণাঙ্গনে তপন কুমার বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বিশ্বাস। মৃত সুশীল কুমার বিশ্বাস তার পিতা। ননী বালা বিশ্বাস তার মা । জন্মেছেন ১৯৫৩ সালের ৩ এপ্রিল। বাগমারার অধিবাসী।

১৯৭১ সালে বিএল কলেজে লেখাপড়া করতেন। ৭১’এর মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়। জেলা মুজিব বাহিনীর প্রধান শেখ কামরুজ্জামান টুকুর নির্দেশে তিনি ও তার বন্ধু জ্যোতিষ, বিনয় ও হামিদ মিলে হাত বোমা বানিয়ে মীর্জা খয়বার হোসেনের কাছে পৌঁছে দিতেন। যা ২৬ ও ২৭ মার্চ বয়রা প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত হয়।

৪ এপ্রিল গল্লামারী যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে তারা ভারতে যান। সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে অনেক সাহস যোগান। পরবর্তীতে বশিরহাট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র প্রশিক্ষণ নেন।

পরবর্তীতে টিমসহ বারোআড়িয়া রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। তখন সহযোদ্ধা আজিজের বুকে গুলি লাগে। পরে তার বন্ধু জ্যোতিষও শহীদ হন। এরপর কপিলমুনি ও ১৪ ডিসেম্বর রেডিও সেন্টার খলের যুদ্ধে অংশগ্রহণ করেন।

সেক্টর কমান্ডার মেজর জয়নাল আবেদীন খান, গাজী রহমতুল্লাহ দাদু বীর প্রতীক, স ম বাবর আলীসহ অন্য যোদ্ধাদের উপস্থিতিতে সার্কিট হাউসে ১৭ ডিসেম্বর বিজয়ের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৩১ জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।

(তথ্য সূত্র : মুজিব বাহিনী খুলনা জেলা ‘৭১)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!