খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

একাই ৭ উইকেট তাসকিনের, ঢাকার সংগ্রহ ১৭৪

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে মাঠের বাইরে টিকিট নিয়ে হাঙ্গামা। মাঠে টাইগার পেসার তাসকিন আহমেদের আগুনে স্পেল। কুয়াশায় মোড়ানো শীতের ঢাকায় যেন উত্তাপ ছড়াচ্ছে বিপিএল। একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেটযজ্ঞ। দিনের প্রথম ম্যাচে অন্তত এখন পর্যন্ত সব আলো কেড়ে নিলেন দুর্বার রাজশাহীর তাসকিন।

নিজের কোটার ৪ ওভারে ১৯ রান খরচায় শিকার করলেন ৭ উইকেট। শেষ ২ ওভারেই তুলে নিয়েছেন ৫ উইকেট। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল।

অবশ্য তাসকিনের ইতিহাসগড়ার দিনেও চ্যালেঞ্জিং স্কোরও গড়েছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি পেয়েছে তারা। রাজশাহীর জয়ের জন্য করতে হবে ১৭৫ রান। নিজেদের প্রথম ম্যাচে হেরে আসর শুরু করা দুই দলই চাইবে আজ জয়ের খাতা খুলতে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। অবশ্য ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। দলীয় ১৪ রানেই দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়ছিল। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন লিটন। আরেক ওপেনার তানজিদ ১০ বলে ৯ রান করে আউট হন।

শুরুর ধাক্কা ভালোভাবেই সামলেছেন স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপু। দেখেশুনে খেলে দলের রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ফিফটির পথে ছিলেন দুজনই। তবে ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হয়ে গেছেন এসকিনাজি।। দিপু অবশ্য থামলেন ফিফটি ছুঁয়েই। ৪১ বলে ৫০ রান করেছেন তরুণ এই ব্যাটার।

এ ছাড়া ঢাকার আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুর্বার রাজশাহীর হয়ে রেকর্ডগড়া স্পেলে ৭ উইকেট শিকার করেন তাসকিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন ইতিহাস। সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।

যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রানের খরচায় ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের তাসকিনের।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!