খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

একদিনে ৫১ মামলার রায়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন একদিনে ৫১ মামলায় রায় ঘোষনার মাধ্যমে নিষ্পত্তি করেছেন। এসময় ৮টি মামলায় ৮ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকি ৪৩টি মামলার সকল আসামিকে খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে প্রকাশ্য আদালতে এসব মামলায় এই রায় ঘোষনা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের আবুল গাজীর স্ত্রী হামিদা খাতুন, পাটকেলঘাটা থানার আহসাননগরের মুছা শেখের ছেলে নূর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের মোম্ফফর মুন্সির স্ত্রী ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আওরঙ্গজেবের ছেলে আবু শাহীন শাহজাহান সরদার, বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের মোদাদেচ্ছর হোসেনের ছেলে সরোয়ার হোসেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার পরানপুর গ্রামের কাশেম শেখের ছেলে হাবিবুর রহমান শেখ।

আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন এর আদালতে মঙ্গলবার রায় ঘোষণার জন্য প্রস্তুত রাখা হয় ৫৭টি মামলা। আদালত চলাকালীন সময়ে এসব মামলার মধ্যে ৫১টি মামলায় রায় ঘোষনা করেন বিচারক। প্রতারনা, চুরি, যৌতুক দাবী ও মারামারির এসব মামলার মধ্যে ৮ মামলায় ৮জনের সাজা এবং বাকী ৪৩ মামলায় সকল আসামিদের খালাস প্রদান করেছেন আদালত।

উল্লেখ্য, বিচারক মোঃ সালাহ উদ্দীন গত ৫ডিসেম্বর সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর একটি মাদক মামলায় প্রবেশন আইনের আওতায় এক আসামীর দেয়া সাজা স্থগিত করে নিজ বাড়িতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি। এরপর মঙ্গলবার একসঙ্গে ৫১ মামলায় রায় ঘোষনা করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজর কাড়েন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!