খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

একত্রিশ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই: অনিন্দ ইসলাম অমিত

চিতলমারী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে আবারও নিজের পায়ে দাড়াতে দিতে চায় না। তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। সংস্কারের নাম করে তারা নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বিএনপির ৩১ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই। শুক্রবার (১১ জুলাই) দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের দোড় গোড়ায় পৌছে যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সার-বীজ পৌছে দিব, ৩১ দফার সুবিধা তাদের মাঝে তুলে ধরুন। শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বোঝাতে হবে, কিভাবে আমরা শিক্ষাঙ্গনকে অস্ত্র-মাদকমুক্ত করব, কিভাবে মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করব। আমরা যদি আমাদের উদ্দেশ্য জনগনের কাছে তুলে ধরতে পারি তাহলে জনগণ আমাদের উপর আস্থা রাখবে।

উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. শেখ ওয়াহিদ্দুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান, ব্যারিষ্টার জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহন করেন।

সম্মেলনের পরে বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখাকালীন ভোট বাছাই চলছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!