নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল হাসনাত পিন্টু বছর দুয়েক আগেও লোহাগড়া উপজেলা হাসপাতালের একজন আবাসিক ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন, আউটডোরে বসেই রোগীদের সেবা দিতেন। অন্যান্য ডাক্তারদের রুমের সামনে যত না ভিড় দেখা যেত ডা. হাসনাতের রুমের সামনে তার চেয়েও ১০ গুণ ভিড় বা সিরিয়াল লেগেই থাকতো। কারণ তিনি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। শিশু রোগী ছাড়াও সব ধরনের রোগী আসতো তার কাছে। কারণ তিনি খুব যত্ন সহকারে আন্তরিকভাবে রোগী দেখতেন। এরপর তিনি বদলি হয়ে চলে যান অন্যত্র সেখানে সফলতার সাথে দায়িত্ব পালন করে আবারও চলে আসেন নিজ উপজেলার হাসপাতালে টিএইচও হিসাবে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে গিয়ে দেখতে পায় হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের সিড়ি দিয়ে উঠার জায়গাগুলো পানের ফিক আর ময়লায় দুর্গন্ধ ছিলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত এই বন্ধের দিন শুক্রবারও নিজস্ব ব্যবস্হাপনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। সাথে বিভিন্ন ওয়ার্ডের টয়লেটের পরিস্কার পরিচ্ছন্নতা নিজে দাড়িয়ে থেকে মনিটরিং করেন।
নাসরিন জামান নামে এক রোগীর সাথে কথা হলে তিনি বলেন, ডাক্তার হাসনাত একজন খুব ভালো মনের মানুষ। প্রতিদিনই তিনি প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন। তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
হাসপাতালের সেবিকা (নার্স) লাভলি ইয়াসমিন, কর্মচারী প্রশান্ত ঘোষ, কামাল হোসেন, বিপাশা হাসান, হেলেনা খানম তাদের সাথে কথা হলে তারা বলেন, ডাক্তার আবুল হাসনাত পিন্টু স্যার একজন ভালো মনের মানুষ। একজন কর্মচারী হিতৈষী মানবিক ডাক্তার। স্যারের বাড়ি এই লোহাগড়া উপজেলাতে হওয়ায় স্যার এই হাসপাতালটাকে অনেক যত্নসহকারে আন্তরিকতা দিয়ে চালানোর চেষ্টা করেন।
লোহাগড়া হাসপাতাল গেটের ঔষধ ব্যবসায়ী ও সমাজ সেবক জনি মুন্সি ও নুর জালাল বলেন, ডাক্তার আবুল হাসনাত সরকারি ডিউটি শেষ করেও তিনি সবসময় হাসপাতালে থাকেন মাঝে মাঝে রাত ১১ টা ১২ টার সময়ও তাকে হাসপাতালে রোগীদের সেবায় দেখা যায়। হাসপাতালের প্রতি তিনি খুব আন্তরিক।
এ বিষয়ে ডা.আবুল হাসনাত বলেন, আমি এই লোহাগড়ারই সন্তান এই লোহাগড়ার মাটিতে ছোট থেকে বড় হয়েছি। এই হাসপাতালে বাবার সঙ্গে অনেক এসেছি ডাক্তার দেখাতে। এখন এই হাসপাতালের দায়িত্ব নিয়েছি। আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ পেয়েছি তাই আমার সাধ্যমত লোহাগড়া উপজেলাবাসিকে সেবা দিতে আমি সার্বক্ষণিক প্রস্তুত। আপনারা আমার জন্য দোয়া করবেন।
খুলনা গেজেট/এনএম