তামিম ইকবাল রোববার মধ্য দুপুরে মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন। মুস্তাফিজুর রহমানের সূচি ছিল একাডেমিতে বোলিং করার। কিন্তু বৃষ্টির বাধায় পারেননি। আলসেমিতে ইনডোরে ঢুঁও মারেননি! স্কিল অনুশীলনের পর তামিম সময় দিয়েছেন ফিটনেস ট্রেনিংয়ে। মুস্তাফিজও ব্যস্ত ছিলেন সেখানে।
জাতীয় দলের দুই ক্রিকেটার অনুশীলনে ফেরায় একক অনুশীলন পরিপূর্ণ হয়েছে। আগে থেকেই এ মঞ্চে ছিলেন মুশফিক, মাহমুদউল্লাহরা। ঢাকার বাইরে মিরাজ, শান্তরাও নিয়মিত ব্যস্ত সময় কাটাচ্ছেন। লিটন কুমার দাস, সাইফ হাসান ও হাসান মাহমুদ বাদে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করছেন।
মুমিনুল হকের দল অক্টোবরে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলবে। নির্বাচকদের ভাষ্য, বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল সেখানে বড় কোনো পরিবর্তন আসবে না। সেই হিসেবে, শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য দলটাই এখন একক অনুশীলনে ব্যস্ত।
রোববার তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান যোগ দেন একক অনুশীলনে। চিকিৎসা করাতে তামিম গিয়েছিলেন লন্ডনে। সেখান থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। আইসোলেশন সময় শেষ হওয়ায় তামিম আজ যোগ দেন অনুশীলনে। প্রথম দিনের অনুশীলনে তামিম ছিলেন ধীরে চলো নীতিতে। ব্যাটিংয়ে জোর দেননি। হাল্কা নকিংয়ে নিজের জড়তা কাটিয়েছেন। মুস্তাফিজুর রহমান বোলিং করতে না পারলে রানিংয়ে ছিলেন প্রাণবন্ত। এছাড়া মাহমুদউল্লাহ, মুশফিক, মিরাজ, তাসকিন, রাহী, এবাদত ও শান্তরা প্রত্যেকেই নিজের সূচি অনুযায়ী কাজ করেছেন।
গত সপ্তাহে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমি তো শ্রীলঙ্কা সফরে কোনোভাবেই নতুন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দেখি না। গত পাঁচ মাস খেলা নেই। কি দেখে আমরা নতুন খেলোয়াড় নিবো? আমাদের পুলের খেলোয়াড় আছে, গত সিরিজের পারফরম্যান্সও আমরা বিবেচনা করবো। এরপর দল নির্বাচন করবো। ’
সাইফ হাসানের পরিবারের একাধিক সদস্য খানিকটা অসুস্থ। ঠাণ্ডা-জ্বর। নিরাপদ থাকতে ঘরের থেকে দূরে কোথাও আপাতত যাচ্ছেন না সাইফ। এজন্য বাড়ির পাশের ধানমন্ডির চার নম্বর মাঠেই হাল্কা অনুশীলন করছেন। লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদ এখনও বাড়িতে। সেখানে নিজের ফিটনেস ট্রেনিং এবং হাল্কা রান আপে বোলিং করছেন। লিটন কুমার দাস রয়েছেন রংপুরে। নিজের ফিটনেস নিয়ে কাজ করলেও স্কিল ট্রেনিং করা হচ্ছে না। তিন জনের প্রত্যেকেরই ইচ্ছে বিসিবির আনুষ্ঠানিক যোগ দেওয়া। এজন্য আরো একটু সময় অপেক্ষা করতে হলেও আপতিত নেই তাদের।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াডে ছিলেন মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।
খুলনা গেজেট/এএমআর