ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দারুণ একটা দিন পারল নিউজিল্যান্ড। এই একই মাঠেই একদিনে পেল দুর্দান্ত দুই জয়। সকালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কার মেয়েদের। বিকেলের ছেলেদের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের তারুণ্য নির্ভর দলকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
হ্যাগলি ওভালে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়ে কিউই-লঙ্কান মেয়েদের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। ব্রি ইলিং-জেস কেরদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১১৩ রানে শ্রীলঙ্কাকে আটকে রাখে নিউজিল্যান্ড। মিডল অর্ডার ব্যাটার মানুদি নানায়াক্কারা দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন। এ ছাড়া চামারি আতাপাত্তু ২৩ ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। দুটি করে উইকেট নিয়েছেন পেসার ইলিং-কের।
অধিনায়ক সুজি বেটস ও ব্রুকে হ্যালিডের দারুণ দুটি ইনিংসে চড়ে শ্রীলঙ্কার দেওয়া ১১৪ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। ওপেনার সুজি ৪৬ বলে ৪৭ রান ও ব্রুকে ৪০ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। পড়েছে তাদের ৩ উইকেট। এ জয়ে তিন ম্যাচে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছেন এবং ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি।
স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের ছেলেদের ম্যাচ। এ ম্যাচেও টস জিতে স্বাগতিকেরা অতিথিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মোটামুটি পাকিস্তানের আনকোরা একটি দল। অভিষেকই হয়েছে তিন ক্রিকেটার—হাসান নওয়াজ, আবদুল সামাদ ও মোহাম্মদ আলীর। ব্যাটিংয়ে নেমে জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের তোপেরমুখে ১৮.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের সর্বনিম্ন স্কোরও।
স্কোরে রান যোগ হওয়ার আগেই ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান। ১১ রানে হারায় ৪ উইকেট। এই ধস আর সামলে উঠতে পারেনি তারা। খুশদিল শাহর ৩০, অধিনায়ক সালমান আলী আগার ১৮ ও জাহানদাদ খানের ১৭ রানের সৌজন্যে ৯১ রান তোলে তারা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ক্যারিয়াসেরা বোলিং করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আরেক পেসার জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এটিও তার ক্যারিয়ারসেরা বোলিং। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট।
পাকিস্তানের দেওয়া ৯২ রানের লক্ষ্য ৫৯ বল ও ৯ উইকেট হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ২৯ বলে ৪৪, ফিন অ্যালেন ১৭ বলে ২৯ ও ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন টিম রবিনসন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আবরার আহমেদ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।
খুলনা গেজেট/এএজে