খুলনা, বাংলাদেশ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দারুণ একটা দিন পারল নিউজিল্যান্ড। এই একই মাঠেই একদিনে পেল দুর্দান্ত দুই জয়। সকালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কার মেয়েদের। বিকেলের ছেলেদের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের তারুণ্য নির্ভর দলকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

হ্যাগলি ওভালে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়ে কিউই-লঙ্কান মেয়েদের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। ব্রি ইলিং-জেস কেরদের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১১৩ রানে শ্রীলঙ্কাকে আটকে রাখে নিউজিল্যান্ড। মিডল অর্ডার ব্যাটার মানুদি নানায়াক্কারা দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন। এ ছাড়া চামারি আতাপাত্তু ২৩ ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। দুটি করে উইকেট নিয়েছেন পেসার ইলিং-কের।

অধিনায়ক সুজি বেটস ও ব্রুকে হ্যালিডের দারুণ দুটি ইনিংসে চড়ে শ্রীলঙ্কার দেওয়া ১১৪ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। ওপেনার সুজি ৪৬ বলে ৪৭ রান ও ব্রুকে ৪০ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। পড়েছে তাদের ৩ উইকেট। এ জয়ে তিন ম্যাচে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছেন এবং ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি।

স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের ছেলেদের ম্যাচ। এ ম্যাচেও টস জিতে স্বাগতিকেরা অতিথিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মোটামুটি পাকিস্তানের আনকোরা একটি দল। অভিষেকই হয়েছে তিন ক্রিকেটার—হাসান নওয়াজ, আবদুল সামাদ ও মোহাম্মদ আলীর। ব্যাটিংয়ে নেমে জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের তোপেরমুখে ১৮.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের সর্বনিম্ন স্কোরও।

স্কোরে রান যোগ হওয়ার আগেই ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান। ১১ রানে হারায় ৪ উইকেট। এই ধস আর সামলে উঠতে পারেনি তারা। খুশদিল শাহর ৩০, অধিনায়ক সালমান আলী আগার ১৮ ও জাহানদাদ খানের ১৭ রানের সৌজন্যে ৯১ রান তোলে তারা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ক্যারিয়াসেরা বোলিং করেছেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আরেক পেসার জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। এটিও তার ক্যারিয়ারসেরা বোলিং। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট।

পাকিস্তানের দেওয়া ৯২ রানের লক্ষ্য ৫৯ বল ও ৯ উইকেট হাতে রেখে তাড়া করেছে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ২৯ বলে ৪৪, ফিন অ্যালেন ১৭ বলে ২৯ ও ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন টিম রবিনসন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আবরার আহমেদ। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!