এই শিশুরা বড় হবে
হবে দেশের আলো
দেশের জন্য এই শিশুরা
কাজ করবে সব ভালো।
এই শিশুরা একদিন তারা
অনেক বড় হবে
দেশ চালাবে এই শিশুরা
শান্তি দেশে রবে।
এই শিশুরা বড় হয়ে
করবে দুঃখীর সেবা
মিথ্যা বিলীন করবে তারা
বাঁধা দিবে কেবা?
এই শিশুরা বড় হয়ে
হবে দেশের রাজা
শত্রুদেরকে রুখে দিয়ে
দিবে তাদের সাজা।
দেশের জন্য থাকবে তৈরি
দিন কিবা রাতে
এই শিশুরা বড় হয়ে
থাকবে ন্যায়ের সাথে।