আসন্ন অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন।
উৎসবমূখর পরিবেশে সকাল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে প্রার্থীরা জড় হয় উপজেলা নির্বাচন অফিসে। দুপুর ১ টার সময় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান এ কামাল তার মনোনয়ন পত্র জমা দেন। এরপর জমা দেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন। বৃহস্পতিবার সকাল থেকে অভয়নগর উপজেলা নিবার্চন অফিসে মনোনয়ন জমা দেন তারা।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৮৪০। এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আজ ২৫ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর।
এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম