বাগেরহাটে মূল্য তালিকা না থাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাদ্যপন্য বিক্রির অপরাধে ৭ প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের চিতলমারী বাজারে অভিযান চালিয়ে বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো- বিমাত্র স্টোর , লতা স্টোর, মায়ের দোয়া স্টোর, আকবার স্টোর, সাতক্ষীরা মিষ্টি ভান্ডার, তরিকুল স্টোর কে ও মাসুম স্টোর । অভিযান শেষে এসব প্রতিষ্ঠানের কিছু মেয়াদউত্তীর্ণ পন্য ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, মূল্য তালিকা না থাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
খুলনা গেজেট/এএজে