লক্কর ঝক্কর চলছে গাড়ি
চালক বলে,
ইঞ্জিনে নাই তেল,
হেল্পার বলে চলবে গাড়ি
আছে তেলেসমাতি খেল।
তেল ভরে চালাও গাড়ি
যখন দিলাম তাগিদ,
বললো চালক জানেন না ভাই
সামনে আসছে ঈদ ?
আমি বললাম-
ভাড়া গুনো হিসেব করে
তার পরও কি চাই?
চালক বলে সুযোগ বুঝে ‘উপরি’ বলে
আমরা কিছু পাই।
আমি বললাম-
স্বভাবটা ভাই একটু পাল্টাও
মানুষের দুঃখ কষ্ট ভাবো,
গাড়ির হেল্পার তেড়ে বলে
জিনিস পত্রের দাম বেড়েছে
আমরা কেমনে খাবো ?
আমি বললাম-
তোমাদের যা ন্যায্য ভাড়া
তা দিয়েই তো গাড়িতে উঠি,
গাড়ির ত্রুটি না থাকলেও তোমরা
যাত্রীর চেপে ধরো টুঁটি ।
গাড়ির চালক হেসে বলে-
ভাই, শুধু আমাদেরটাই নজরে পড়ে ?
কতো রাঘব বোয়াল ফাঁদ পাতে রোজ
কতো ঘর ভাঙে ঝড়ে।
আমার তখন ভীষণ তাড়া
মনটাও ছিলোনা মোডে,
সব যাত্রী মিলে যখন দিলাম কিছু
গাড়ি চললো ফুল স্পীডে।
খুলনা গেজেট/ টি আই