খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাগ্মী গোলাম আহমদ মোর্তাজার জীবনাবসান

কলকাতা প্রতিনিধি

উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাগ্মী, বহু গ্রন্থ প্রণেতা ও ইতিহাস গবেষক গোলাম আহমদ মোর্তাজার জীবনাবসান হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির নিজ বাসভবনে বৃহস্পতিবার সেহেরি খাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতীয় সময় তখন ভোর সাড়ে তিনটে। রমজান মাসের দ্বিতীয় দিনে তার এই আকস্মিক প্রয়াণ বলা যেতে যথেষ্ঠ মর্যাদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় আশি।

নিজ প্রতিভা ও কর্মপ্রচেষ্টায় তিনি হয়ে উঠেছিলেন একজন স্বচ্ছ ইতিহাস চর্চাকারী, শিক্ষাব্রতী, গবেষক ও লেখক। ইতিহাস অনুসন্ধান করে তিনি তার সত্যতা মানুষের মাঝে ছড়িয়ে দিতেন জলসার মাধ্যমে। এখানেই তার কৃতিত্ব।

মৃত্যুকালে রেখে গেছেন ছেলে কাজী ইয়াসিন, কাজী হাসিন, স্ত্রী, পরিবার-পরিজনসহ অসংখ্য গুনমুগ্ধ পাঠকদের। দুই বাংলাতেই লেখক হিসাবে বা ঐতিহাসিক বক্তা হিসাবে তার খুব খ্যাতি ও নাম-ডাক ছিল।

তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থগুলি হল ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, পুস্তক সম্রাট , বজ্রকলম– এক , বজ্রকলম- দুই, এ এক অন্য ইতিহাস প্রভৃতি। ইতিহাস চর্চার পাশাপাশি তিনি শিক্ষা প্রসারের কাজে মনোনিবেশ করেন। তার একক প্রচেষ্টায় মেমোরিতে গড়ে ওঠে ‘জামিয়া- মিলিয়া মদিনাতুল মাদ্রাস’, ‘মামুন ন্যাশনাল স্কুল’, একটি বালিকা বিদ্যালয়।

এছাড়া তার শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষারও ব্যবস্থা রয়েছে। এক বিশাল কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই বাংলা তথা উপমহাদেশ হারালো এক পণ্ডিত ব্যক্তিকে। বাংলাদেশের মদিনা পাবলিকেশন থেকে তার কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মানুষের কাছে আজো তিনি জনপ্রিয় ‘ঐতিহাসিক বক্তা’ বা ‘বক্তা সম্রাট’ হিসাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!