খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

উপকূলের মানুষ রক্ষায় সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি নাগরিক কমিটির

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় উপকূলের মানুষ রক্ষায় সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। শনিবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই দাবি জানানো হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, নিত্যানন্দ সরকার, জিএম মনিরুজ্জামান, মাধব চন্দ্র দত্ত, এড. রফিকুল ইসলাম, কমরেড আবুল হোসেন, অপারেশ পাল, এড. মনির উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান, জহুরুল কবির, অধ্যাপক তপন শীল, এড. আল মাহামুদ পলাশ, আলী নুর খান বাবলু, আসাদুজ্জামান লাভলু, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় নাগরিক কমিটির পক্ষ থেকে আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলাসহ শ্যামনগর ও আশাশুনির উপজেলার ঝুকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে রান্না করা খাবার বিতরণ করা এবং ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করার দাবী জানানো হয়। এছাড়া সাতক্ষীরা শহরসহ জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরণের বাধা রয়েছে তা দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে।

এছাড়া সভায় আগামী ২৪ আগস্ট সাতক্ষীরা জেলা আইজীবী সমিতি থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন, ২৬ আগস্ট সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে অবস্থান ও স্মারকলিপি পেশসহ অন্যন্য কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বিগত একনেকের বৈঠকে কপোতাক্ষ নদ খননে ৫৩১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং উক্ত প্রকল্পসহ গৃহীত অন্যান্য প্রকল্প সমূহের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!