খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

উপকূলীয় নারী চিংড়ি শ্রমিকদের অধিকার সচেতনতায় দল গঠন

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা

উপকূলীয় এলাকার নারী চিংড়ি শ্রমিকদের একত্রিত করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এবং তাদের ক্ষমতায়ন করতে দল গঠন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপোট গ্রামে সুভাষ মন্ডলের বাড়িতে এক অনুষ্ঠানে ৩০ জন নারী চিংড়ি শ্রমিকদের নিয়ে এই দল গঠন করা হয়।

অক্সফাম এর অর্থায়নে স্থানীয় বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও উন্নয়ন সংস্থা লিডার্স এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বলা হয়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা চিংড়ি উৎপাদনের জন্য বিশেষ ভাবে সুপরিচিত। চিংড়ি উৎপাদনের সকল স্তরে এই অঞ্চলের নারী শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে। অথচ তারা সেখানে কাজ করে নানা রকম বৈষম্যের স্বীকার হয়। নারী শ্রমিকদের এই বৈষম্য নিরসনে ও তাদের ক্ষমতায়নের পাশাপাশি শোভন কাজের পরিবেশ তৈরি করতে লিডার্স “বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হল সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে চিংড়ি খাতে নারী শ্রমিকদের অধিকার এবং শালীন কাজের পরিবেশ দাবি করার জন্য তাদের জোট গঠনের মাধ্যমে ক্ষমতায়ন করা।

দল গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটুলিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেনুকা রাণী মন্ডল ও শিক্ষক প্রনব কুমার মন্ডল, লিডার্স এর প্রোগ্রাম অফিসার মোঃ শফি কামাল, কমিউনিটি মোবিলাইজার সাধনা রাণী বৈদ্য, শিরিন সিমা ও শিরিনা আক্তার প্রমূখ।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!