দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। সারা দেশে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ। গতকাল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন। এর মধ্যে রংপুরে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
তার মৃত্যু নাড়া দিয়েছে পুরো দেশকে। অনেকেই তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছেন। এবার তাকে নিয়ে লিখলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী লেখেন, ‘বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? উনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে উনার কি একটুও লজ্জা লাগবে না!’
পুলিশ সদস্যকে উদ্দেশ করে লেখা সেই পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমি কোটা সংস্কারের পক্ষে।’
তবে একই সঙ্গে যুক্ত করেন ‘দয়া করে মুক্তিযোদ্ধা কিংবা তাদের পরিবার নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না’ বাক্যটি। পুরো পোস্টের সঙ্গে যুক্ত করেছেন আবু সাঈদের অবয়বে আঁকা একটি চিত্র।
উল্লেখ্য, সম্প্রতি নতুন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া গেছে এই অভিনেত্রীর। ফাখরুল আরেফির খানের নতুন সিনেমায় খুব দ্রুতই অভিনয় শুরু করছেন তিনি।
খুলনা গেজেট/এএজে