রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বাহিনীটি সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন ধরার খবর পায়। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বেলা ১১টার দিকে জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
তিনি আরও জানিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ কিংবা এতে কেউ হতাহত হওয়ার খবর পায়নি ফায়ার সার্ভিস।
খুলনা গেজেট/এনএম