দুর্বৃত্তের গুলিতে নিহত আনছার শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ২৩ আসামীর মধ্যে ১৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ এপ্রিল) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও খন্দকার দিলিরুউজ্জামান শুনানী শেষে আসামীদেরকে ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খলিলুর রহমান।
জামিন প্রসঙ্গে জানতে চাওয়া হলে আনছার শেখ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন মাতব্বর খুলনা গেজেটকে বলেন, আসামিদের জামিন সংক্রান্ত কোন তথ্য আমরা এখনো পাইনি।
জামিনপ্রাপ্তরা হল, পাভেল গাজী (৩২), পারভেজ মিনা (৩০), পলাশ মিনা (৪৫), রাসেল গাজী (৩০), মঞ্জু গাজী (৫২), কাইফ গাজী (২২), জনি শেখ (৩২), আজিজুল শেখ (৫৫), বাপ্পি শেখ (৩০), শিমুল গাজী (২৬), আসাদ মোল্লা (২৫), আজিবর শেখ (৩৫), আন্দু গাজী (২৭), বিল্লাল চৌধুরী (৪০), আজিজুল চৌধুরী (৩০), ও সাগর মোল্লা (৩৫)।
প্রসঙ্গত ২৪ মার্চ খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয় দিঘলিয়ার বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আনছারউদ্দিন। এ সময় তিনি লিন্ডা ক্লিনিকের পার্শবর্তী মসজিদুল আকসা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পহেলা রমজানের দিন প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শেখ আনছার উদ্দিন ছিলেন বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামী। যার নামে দিঘলিয়া থানায় ৬ টি মামলা রয়েছে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বারাকপুর ইউপি’র চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৮৮ ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের কাছে হেরে যান। এ ছাড়া সন্ত্রাসী হামলায় নিহত গাজী জাকির হোসেনের শূণ্য হওয়া চেয়ারম্যান পদে ২০২২ সালের ২ নভেম্বর উপ- নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থীতা বাতিল হয়।
আনছার শেখ নিহত হওয়ার একদিন পর তার ছেলে তানভীর শেখ বারাকপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান আসামী করে ২৩ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত ৭/৮ কে আসামী করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গাজী সাহাগীর হোসেন পাভেল খুলনা গেজেটকে বলেন, প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে আনছার শেখ হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আনছার শেখ যেদিন নিহত হন তার আগের দিন বৃহস্পতিবার (২৩ মার্চ)
রাত সাড়ে ৮ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ব্যক্তিগত কাজে আমি যশোর থেকে ঢাকা যায়।
খুলনা গেজেট/ এসজেড