খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
  খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস

উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনায় জোর দিতে হবে : প্রফেসর আবু তাহের

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের যৌথ উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ গ্র্যান্ট’ শীর্ষক অনুদানপ্রাপ্ত শিক্ষক-গবেষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

তিনি বলেন, পৃথিবীর বহুদেশ আজ উন্নত হয়েছে গবেষণা ও উদ্ভাবনার মাধ্যমে। ৪র্থ শিল্প বিপ্লবের সময় প্রবাহিত হওয়ায় এখন বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে এবং তার নানামুখী প্রসার ঘটছে। বর্তমান সরকার উন্নয়নশীল দেশ হিসেবে টেকসই রাখতে গবেষণা ও উদ্ভাবনাকে সবিশেষ গুরুত্ব দিয়েছে। ইউজিসি এই অভীষ্টে এদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকতর গবেষণা ও উদ্ভাবনায় অর্থমঞ্জুরী বৃদ্ধি করেছে। চলতি বছর এখাতে ১১৮ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবছর তা ১৫০ কোটি টাকায় উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে গবেষণা যেনো সমাজে কাজে আসে সে ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, গবেষণা প্রকল্পে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করে আর্থিক নিয়মের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে এখাতে আরও বরাদ্দ প্রাপ্তি সম্ভব। গবেষকদের অনেকেই গবেষণা বরাদ্দ সমন্বয় করতে যেয়ে ভুল করেন, হিমশিম খান। তাই খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। পরে তিনি সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ দু’ঘণ্টার প্রশিক্ষণ পরিচালনাকালে আর্থিক নিয়মাচারসহ সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণার নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নিজে একজন খ্যাতনামা গবেষক এবং তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে গবেষণা জোরদারে বিশেষ নজর দিয়েছেন। ইতোমধ্যে সর্বোচ্চ ২ কোটি ২ লাখ টাকা গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অর্থের আর্থিক ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ ব্যাপারে অতোটা জানেন না। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-গবেষকবৃন্দ উপকৃত হবেন। তিনি এই প্রশিক্ষণে দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন নিয়ম-কানুন ও তথ্য তুলে ধরায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পরিচিতিমূলক বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস। প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌ. মু. মাহবুবুস সোবহান এবং ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। পরে বিকাল সাড়ে ৩টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!