কিছুদিন আগেই হ্যামিল্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন কেইন উইলিয়ামসন। ওই ম্যাচে খেলেছিলেন ২৫১ রানের অসাধারণ ইনিংস। ক্যারিবীয়দের পর এবার পাকিস্তানের বিপক্ষেও মাউন্ট মঙ্গানুইর সবুজ গালিচায় মুগ্ধতা ছড়ালেন নিউজিল্যান্ড অধিনায়ক। সবুজ ঘাসে ভরা উইকেটে তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি। তাঁর দৃঢ়তায় বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রানে থেমেছে নিউজিল্যান্ড।
শনিবার দুই ম্যাচ সিরিজের টেস্টে আগে ব্যাট করতে নেমে তিন উইকেটে ২২২ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। দিন শেষে ৯৪ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন ও ৪৩ রানে ছিলেন হেনরি নিকোলস।
আজ রোববার ৯৪ রানে দিন শুরু করা উইলিয়ামসন অল্প সময়ের মধ্যই তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৯ রানে থামেন তিনি। ২৯৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও এক ছক্কায়। আগের দিন ৪৩ রান করা নিকোলস থেমেছেন ৫৬ রানে। এরপর শেষের দিকের ব্যাটসম্যানদের ওপর ভর কর ৪৩১ রানের সংগ্রহ পায় কিউইরা।
অথচ শনিবার দিনের শুরুটা ছিল পাকিস্তানের দখলে। টস জিতে বোলিং নেন পাকিস্তান অধিনায়ক। ইনিংসের তৃতীয় বলেই শাহীন শাহ আফ্রিদির করা ডেলিভারি তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার টম ল্যাথাম।
দলীয় ১৩ রানের মাথায় আরেক ওপেনার টম ব্ল্যান্ডেলকেও আউট করেন আফ্রিদি। নড়বড়ে শুরুর পর নিউজিল্যান্ডের হাল ধরেন উইলিয়ামসন ও টেইলর। যদিও ১৮ রানের মাথায় জীবন পান স্বাগতিক অধিনায়ক।
এরপর দিনের বাকি অংশ খেলে যান উইলিয়ামসন। উইকেটে থিতু হয়ে ১৫০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আরেক ব্যাটসম্যান রস টেইলর হাফসেঞ্চুরি স্পর্শ করেন ১২৭ বলে। এরপর ১৫১ বলে ৭০ রান করে ফেরেন তিনি। ভাঙে ১২০ রানের জুটি। সেই জুটিও ভাঙেন আফ্রিদি। বাকি সময় নিকোলসকে নিয়ে টানেন উইলিয়ামসন। দু’জনের অবিচ্ছন্ন ৮৯ জুটিতে প্রথম দিন শেষ করে স্বাগতিকেরা।
পাকিস্তানের হয়ে বল হাতে চারটি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। তিনটি উইকেন নেন ইয়াসির শাহ। সমান একটি করে নেন ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহ।
খুলনা গেজেট/এনএম