খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা

উইন্ডোজ ১১ থেকে বিদায় নিচ্ছে ৪০ বছরের পুরোনো ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ পর্দা

গেজেট ডেস্ক

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপ চালুর সময় কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে মনিটরের পর্দায় ভেসে উঠে নীল রঙের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (বিএসওডি) পর্দা। পর্দায় থাকা কোডের মাধ্যমে উইন্ডোজ জানিয়ে দেয় কোন কোন সমস্যার কারণে কম্পিউটার চালু হচ্ছে না। চার দশক আগে চালু হওয়া পরিচিত এই নীল পর্দা আর দেখা যাবে না উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপে। তার বদলে দেখা যাবে কালো রঙের নতুন নকশার পর্দা।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন পর্দাটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ‘রিলিজ প্রিভিউ’ চ্যানেলের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব ব্যবহারকারীর জন্য চালু হবে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের পর্দায় আগের মতো বিরক্ত মুখের ইমোজি বা কিউআর কোডের বদলে দেখা যাবে কারিগরি ত্রুটির সংক্ষিপ্ত তথ্য। এর ফলে সমস্যার উৎস বুঝতে সময় কম লাগবে এবং দ্রুত সমাধান করা যাবে।

মাইক্রোসফটের তথ্যমতে, শুধু ব্লু স্ক্রিন অব ডেথ পর্দার রং পরিবর্তনই নয়, উইন্ডোজের ত্রুটি ব্যবস্থাপনায় ‘কুইক মেশিন রিকভারি’ সুবিধাও যুক্ত করা হবে। এর ফলে অপারেটিং সিস্টেম চালু হতে ব্যর্থ হলে উইন্ডোজের ‘রিকভারি এনভায়রনমেন্ট’–এর মাধ্যমে ত্রুটি সমাধানের চেষ্টা করবে সুবিধাটি। ‘উইন্ডোজ রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ’ নামের একটি প্রকল্পের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো উইন্ডোজকে আরও স্থিতিশীল, নির্ভরযোগ্য ও স্বয়ংক্রিয়ভাবে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা।

উল্লেখ্য, গত বছর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার হালনাগাদের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক উইন্ডোজ কম্পিউটার অচল হয়ে পড়েছিল। ওই ঘটনার পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ত্রুটি নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তন আনতে কাজ শুরু করে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, নতুন এই পর্দা ও কিউএমআর প্রযুক্তি ‘উইন্ডোজ ১১ ২৪এইচ২’ সংস্করণের অংশ হিসেবে এ বছরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!