ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনে চা বিরতির পর ড্র মেনে নেয় উভয় দল।
অ্যান্টিার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৬৯ রান করে। জবাবে ২৭১ রান করে উইন্ডিজ। ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। পাথুম নিসানকার ১০৩, নিরোশান ডিকভেলার ৯৬ ও অসাদা ফার্নান্দোর ৯১ রানে ভর করে ৪৭৬ রান তোলে সফরকারীরা। তাতে উইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭৫ রান।
সেই রান তাড়া করতে নেমে ৭৮ রানেই ২ উইকেট হারালেও এনক্রুমা বর্নার ও কাইল মেয়ার্সের ব্যাটে ভর করে লড়াই জমিয়ে তোলে। শেষ পর্যন্ত বর্নার ১১৩ রানে অপরাজিত থাকেন। মেয়ার্স আউট হন ৫২ রান করে।
চা বিরতির পর উইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলার পর উভয় দল ড্র মেনে নেয়। বল হাতে উইন্ডিজের কেমার রোচ দুই ইনিংসে ৬টি, জ্যাসন হোল্ডার ৫টি ও শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল ৫টি উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হন উইন্ডিজের সেঞ্চুরিয়ান বর্নার।
খুলনা গেজেট/কেএম