পুরো ওয়ানডে সিরিজজুড়েই দাপট দেখালো ভারত। সেটা ধরে রাখল শেষ ম্যাচেও। আগের দু ম্যাচের মতো এটিতেও প্রতিরোধ গড়তে পারল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের শেষটিতে তাদের ৯৫ রানে হারিয়ে হোয়াইট ওয়াশের স্বাদ দিয়েছে রোহিত শর্মার দল।
আহমেদাবাদে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬৫ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে প্রায় ১৩ ওভার আগেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ১৩ রানে রোহিত শর্মা ও ১০ রানে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার শিখর ধাওয়ান। ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরির অপেক্ষায় থাকা বিরাট কোহলিও আউট হন শূন্য রান করে।
৪২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলা ভারতকে কক্ষপথে ফেরান ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার। ৬ চার ও ১ ছক্কায় ৫৪ বলে ৫৬ রান করে হেইডেন ওয়ালশের বলে পান্ত আউট হলে এই জুটি ভেঙে যায়। ৯ চারে ১১১ বলে ৮০ রান করে একই বোলারের বলে আউট হন আয়ারও।
শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে আসে ৩৩ ও দ্বিপক চাহার করেন ৩৮ রান। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। উইন্ডিজদের পক্ষে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার।
জবাব দিতে নেমে শুরু থেকেই দিশা খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১৮ বলে সর্বোচ্চ ৩৬ রান আসে ৯ নম্বরে ব্যাট করতে নামা ওশান স্মিথের ব্যাট থেকে। ৩৯ বলে ৩৪ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ৩৮তম ওভারের প্রথম বলে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৯ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৮ ওভার ১ বল হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন প্রষিধ কৃষ্ণাও। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন আয়ার।