শুরুতেই উইন্ডিজকে দারুণ চাপে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। পাঁচ ওভারেই তুলে ফেলেছিল ৪০ রান। সেই যে চাপে ফেলল ক্যারিবীয়দের, সে চাপ থেকে তাদের আর বেরোতেই দেয়নি শ্রীলঙ্কা। শুরুতে পাথুম নিশাঙ্কার গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে শেষে চারিথ আসালাঙ্কা করেন এক ঝড়ো অর্ধশতক, তাতেই উইন্ডিজকে রান পাহাড়ে চাপা দেয় শ্রীলঙ্কা।