খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

উইকেট পড়ার হিড়িক পড়েছে বাংলাদেশ ইনিংসে!

ক্রীড়া প্রতিবেদক

৩ বলের মধ্যেই ২ উইকেট—আন্তর্জাতিক টি-টোয়েন্টির শুরুটা এর চেয়ে ভালো আর কিই-বা চাইতে পারতেন ম্যাথু হামফ্রিস! রিশাদের পর এবার তিনি ফেরালেন তাসকিন আহমেদকে। তাসকিনও স্লগ সুইপ করতে গিয়েছিলেন, ডিপ মিডউইকেটে ভালো ক্যাচ নিয়েছেন কার্টিস ক্যাম্ফার। ৯.৩ ওভার, ৬১/৭—বাংলাদেশের স্কোরকার্ড এখন এমন।

এরআেগ লাইন-লেংথ চাচ্ছিল সোজা খেলতে, নেমেই যেমন বলে ছক্কা মেরেছিলেন রিশাদ হোসেন। ম্যাথু হামফ্রিসের এ বলে অবশ্য খেলতে চাইলেন আড়াআড়ি শট। লাইন মিস করে হলেন বোল্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন হামফ্রিস, এক অভিষিক্ত ফেরালেন আরেক অভিষিক্ত ক্রিকেটারকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!