ঈদ এসেছে ঘরে- ঘরে
ধনী -গরিবের ঈদ,
আবার ঐ হজ্ব শেষে
এক কাতারে খুশির নিদ।।
কোরবানির ঐ পশু জবাই
রক্তে রঞ্জিত পথ,
ভাগ বন্টন করিও সঠিক
হকটা রেখ না বিরত।।
দাও সঠিক করিও ন্যায়
ফিরিও না খালি হাতে,
সামথ্য হলেও দাও টুকরা
বানাও আমল সাথে।।
রইবে না আর কোন দুঃখ
রইবে না মনে কষ্ট,
তাদেরকে ফিরিও না খালি
হাসি মনে দিল স্পষ্ট।।
খুশির ধরা বিলিয়ে দাও
পাশের প্রতিবেশি,
তোমার দ্বারা প্রভাবিত যে
হয়ে না যেন রেষারেষি।।
শুধু এ-ই কামনায় বয়ে যাক
খুশির খবর পেয়ে,
ঈদ আমাদের দিয়ে যাক
কতদূর গেছে ছেয়ে।।।
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক।