খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী
  মধ্যরাতে কেঁপে উঠলো দেশ, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঈদ উপলক্ষে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল মঙ্গলবার শুরু

গেজেট ডেস্ক

ঈদকে সামনে রেখে আগামী মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলবে ফেরি।

ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পারাপারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক মো. জামাল হোসেন।

তিনি বলেন, এ নৌরুটে আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারপার করা হবে।

তিনি আরও বলেন, শনিবার বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্যতা সংকট এরই মধ্যে ড্রেজিং করে নিরসন করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে মোট দুটি ফেরি মিডিয়াম কুঞ্জলতা ও কেটাইপ কুমিল্লা দিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হবে। ইতোমধ্যে পন্টুন, চ্যানেলসহ ফেরি চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন দুটি প্রস্তুত করলেও চাপ থাকলে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানান জামাল হোসেন।

তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ২১ জেলার লাখ লাখ মানুষ এ নৌরুটে বাড়ি ফিরবে। ঈদের পর প্রয়োজন সাপেক্ষে ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চালু থাকবে।”

শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) প্রস্তুত করা হয়েছে। মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর ২২ ও ২৩ পিয়ার এবং ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস পরিচালনা করার অনাপত্তি প্রদার করেছে সেতু কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!