জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কিংবা দিনক্ষণ নির্ধারণ না হলেও সারা দেশে জনসংযোগসহ নির্বাচনমুখী নানা তত্পরতা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না হলেও হাইকমান্ডের মৌখিক নির্দেশনায় অন্তত ৫০ জন নেতা নিজ নিজ আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বলে আভাস পাওয়া গেছে। এর বাইরে সারা দেশের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলটির শীর্ষনেতারা জানিয়েছেন, গত ঈদে দেশের বিভিন্ন স্থানে ঈদকেন্দ্রিক যেসব কর্মসূচি পালন করা হয়েছে এতে দেখা গেছে প্রাথমিকভাবে ৫০টির মতো আসনে নিশ্চিতভাবেই এনসিপির প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারবে। এর বাইরে দলের নিবন্ধন পাওয়া এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত সরকার গঠন করার মতো পর্যাপ্ত আসনে দলীয় প্রার্থী জেতার পরিবেশ তৈরি হবে বলেও দাবি করছেন তারা। তারা বলছেন, নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও দলটি নিবন্ধনের শর্ত পূরণের প্রক্রিয়া এবং আসনভিত্তিক নির্বাচনি প্রস্তুতি একসঙ্গেই চালিয়ে নিচ্ছে।
দলীয় নেতাদের আসনভিত্তিক কার্যক্রম সম্পর্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের পাশাপাশি এনসিপি দল গোছানো এবং সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। ঈদের সময় বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, সাধারণ মানুষ তরুণ নেতৃত্ব এবং একটি নতুন বাংলাদেশ দেখতে এনসিপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি জানান, সারা দেশের সব আসনেই এনসিপির যোগ্য প্রার্থী থাকলেও প্রাথমিকভাবে কিছু আসনে কেন্দ্রীয় নেতারা অবস্থান তৈরি করার কাজ করছেন। দলের নিবন্ধন পাওয়ার পর এবং নির্বাচনের রোডম্যাপ এলে একযোগে সব আসনেই এনসিপির প্রার্থীরা কার্যক্রম শুরু করবেন।
এনসিপির দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দলটির আহ্বায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে নির্বাচন করতে পারেন। দলের শীর্ষপদে দায়িত্বে থাকায় এখন পর্যন্ত তিনি দৃশ্যমান কার্যক্রম না চালালেও স্থানীয় নেতাকর্মীদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।
সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে দলটির প্রার্থী হবেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) বা ঢাকার যে কোনো আসনে প্রার্থিতা করতে পারেন। ঢাকা-১৭ (গুলশান-ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা। ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। এর বাইরে দলটির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার ঢাকা-৫ (ডেমরা) আসনে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা-৯ এবং সংগঠক মো. রাসেল আহমেদ ঢাকা-১ থেকে লড়তে পারেন।
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করবেন। যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান গাজীপুর-১ আসনে প্রার্থী হতে চান। আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নির্বাচনি প্রস্তুতি হিসেবে নরসিংদীতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে প্রার্থী হতে চান। আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপির সূত্র জানিয়েছে, তাকে ঢাকা-৯ আসনে প্রার্থী করা হতে পারে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদীভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন।
এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এদিকে একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে এ আসনে অথবা ঢাকা-১৮ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও নির্বাচনি লড়াইয়ে অংশ নিতে পারেন। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহুমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) থেকে নির্বাচন করবেন। একই সঙ্গে তিনি কুমিল্লার মুরাদনগরেও (কুমিল্লা-৩ আসনে) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
দলটির অন্যান্য নেতাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে নির্বাচন করবেন। তিনি এ আসনের সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর নাতি। যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অনিক রায় সুনামগঞ্জ-২ থেকে এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ মৌলভীবাজার থেকে নির্বাচন করবেন। সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক হওয়া মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালী-২ (বাউফল) থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের আত্মীয়। যুগ্ম সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন ঝালকাঠি-১ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনে অংশ নিতে এলাকায় সময় দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। টাঙ্গাইল-১ মধুপুর আসনে নির্বাচন করবেন মুখ্য সংগঠক অলিক মৃ। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অলিক মৃ আগে থেকেই মধুপুরে নানা কর্মসূচিতে সক্রিয়। যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীম্পাল্লী ডেভিড রাজু খুলনা-১ এবং নওগাঁয় কৈলাশ চন্দ্র রবিদাস নির্বাচন করবেন। এখানকার সংখ্যাগরিষ্ঠ দলিত সম্প্রদায়ের ভোটে তারা এগিয়ে থাকতে পারেন। চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সম্ভাব্য প্রার্থী মীর আরশাদুল হক। তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা-১, আবু সাঈদ সুজাউদ্দীন কক্সবাজার, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩, মেজর (অব.) আব্দুল্লাহ মাহমুদ খান গাজীপুর-৩, মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন নীলফামারী-৩, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বরিশাল-৫, সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ভোলা-৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অর্পিতা শ্যামা দেব ও এহতেশাম হক সিলেটে, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর), হাসান আলী চট্টগ্রাম-১৪, নির্বাহী সদস্য ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা-২ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিভিন্ন আসনে দলীয় নেতাদের নানামুখী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কে কোন আসনে প্রার্থী হবেন তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা এ মুহূর্তে সারা দেশে এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে মনযোগ দিচ্ছি, তৃণমূলে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়াও পাচ্ছি।
খুলনা গেজেট/এইচ