ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। শাকিব খানের সঙ্গে শুরু করা বুবলী, নিরব, রোশান, সিয়াম আহমেদ, আদর আজাদের মতো তরুণদের সঙ্গেও জুটি বেঁধেছেন। সবশেষ ‘প্রহেলিকা’ নামের সিনেমার মাহফুজ আহমেদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এবার নতুন খবর দিলেন এই নায়িকা। আসছে ঈদে দেখাবেন ‘সাত নম্বর ফ্লোর’ নামে একটি ওয়েব ফিল্মে দেখা যাবে বুবলীকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।
সম্প্রতি এফডিসির নানা ফ্লোরে এর শুটিং করেছেন বুবলী। সোমবার এর দৃশ্যায়নের কাজ শেষে হয়েছে। এতে বুবলীকে একদমই নতুন ঘরানার একটি চরিত্রে দেখবেন দর্শক। পোশাক, গেটাপ, চারিত্রিক বৈশিষ্ট্যে ধরা দেবেন অন্য এক বুবলী।
এটি নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। এতে বুবলী ছাড়াও অভিনয় করছেন রাজ, শাহরিয়ার নাজিম জয়, সুমন আনোয়ার, তমা মির্জা প্রমুখ।
এছাড়া আসছে রোজার ঈদে সর্বাধিক মুক্তি পাবে বুবলীর সিনেমা ‘বিদ্রোহী’। যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে।