খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

ঈদে ছোট পর্দার যত আয়োজন

গে‌জেট ডেস্ক

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ আয়োজনে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: অ্যালগরিদম। রচনা ও পরিচালনা: ফরহাদ আহমেদ। অভিনয়ে: তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া, আরমান শায়ের, ইরফান হিউম, আসাদ্দুজ্জামান প্রমুখ। দুপুর ২টা ২৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: স্বাতী নক্ষত্রের আলোয়। রচনা: ইফফাত আরেফিন মাহমুদ। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনযে: তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, শবনম ফারিয়া, সামিয়া মহসিন, বিদিতা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্যালান্স। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনযে: সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু, গুলশান আরা আহমেদ, মুকিত জাকারিয়া, নূর এ কাঞ্চন, রিফাত চৌধুরী, মিষ্টি মারিয়া, সিয়াম নাসির, শেহজাদ ওমর, তোফা, আফরোজা, নিশাত তাসনিম তমা প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: টাকা। গল্প ও চিত্রনাট্য: নাহিদুল ইসলাম। পরিচালনা: নূর ইমরান মিঠু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা, ইকবাল হোসেন, ডিকন নূর, নাজ নাজনীন, আহমেদ ফারুক, আয়েশা, হাসনা প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: চাকুরি নয় চাকর। গল্প: আব্দুল্লাহ আল মামুন। চিত্রনাট্য: শিহাব শাহীন ও জাহান সুলতানা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, নাজিবা বাশার, আশরাফুল আলম সোহাগ, বাশার বাপ্পী, রিমু রেজা। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভয়েস ক্লিপ। রচনা: জাহান সুলতানা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ বর্ষণ, নরেশ ভূঁইয়া, বৈদ্যনাথ সাহা, সোহাগ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: পূর্ব পশ্চিম। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: সাইদুর রহমান রাসেল। অভিনয়ে: জাহিদ হাসান, মৌসুমী মৌ প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: চরিত্র সনদ। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, ঊর্মিলা শ্রাবন্তী কর, জয়রাজ, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: হাউকাউ। রচনা ও পরিচালনা: খায়রুল পাপন। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, অনিক, আইরিন প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: পড়শি যদি আমায় ছুঁতো। রচনা: সুস্ময় সুমন। পরিচালনা: জামাল মল্লিক। অভিনয়ে: খাইরুল বাসার, রোদসী প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ডোন্ট কল মি কাকা। রচনা ও পরিচালনা: এম এইচ ইমন। অভিনয়ে: শামীম হাসান সরকার, সারিকা সাবাহ প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: অনাকাঙ্ক্ষিত বিয়ে। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা, দিলারা জামান প্রমুখ। বিকাল ৪টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: প্রথম প্রথম প্রেম। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: আফজাল হোসেন, মৌ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: খোঁপা। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: গল্পের নাম যা হয় না। চিত্রনাট্য: মুনতাহা বৃত্তা। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: মনির খান শিমুল, মুমতাহীনা চৌধুরী টয়া, নাদিয়া আহমেদ প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিবাহ করিতে ইচ্ছুক। রচনা: গোলাম সরোয়ার অনিক। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: করাপশন। রচনা ও পরিচালনা: মুহম্মাদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: তারিক আনাম খান, সাজু খাদেম, তাসনিয়া ফারিন, মুনিরা মিঠু প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: রঙ্গীলা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাবিলা নূর। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আপনজন। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৬টায় প্রচার একক নাটক: তানসেন এখন বিবাহিত। পরিচালনা: এমএইচ রাসেল। অভিনয়ে: মোশাররফ করিম, সাফা কবির। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: নিজস্ব প্রতিবেদন। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: সাবিলা নূর, মনোজ প্রামাণিক, জিয়াউল হাসান কিসলু, রেশমা, নিশাত তমা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: বাজি। পরিচালনা: আজাদ কালাম। অভিনয়ে: মোশাররফ করিম, মিহি প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: সুইট রিভেঞ্জ। পরিচালনা: নজরুল হাসান। অভিনয়ে: ফারহানা, আন্নি মেককেইন্ড। রাত ১১টা ৫৫ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: মগজে মহাপ্রলয়। পরিচালনা: রাজীব আশরাফ। অভিনয়ে: হুমাইরা স্নিগ্ধা, আসমা বৃষ্টি। রাত ১২টা ৩০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: নাইট ইজ স্টিল ইয়ং। পরিচালনা: অনিমেষ আইচ। অভিনয়ে: চমক, বাকার বকুল, পরাণ জহির।

চ্যানেল নাইন

বিকাল ৪টায় প্রচার হবে একক নাটক: কী কথা তাহার সাথে। পরিচালনা: মাসুম প্রধান। অভিনয়ে: অর্চিতা স্পর্শিয়া। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: রাতের কাব্য। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: ঝুমুর। সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: তিনারা কিডনাপার। পরিচালনা: বিপ্লব হায়দার। অভিনয়ে: নাদিয়া আহমেদ, ফারুখ আহমেদ, কচি খন্দকার প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট-তে টাকা। পরিচালনা: অভ্র মাহমুদ। অভিনয়ে: প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, মাহিমা, ইমতু রাতিশ প্রমুখ। রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ফাঁপড়বাজ। পরিচালনা: হারুন রুশো। অভিনয়ে: আরফান আহমেদ, সিয়াম নাসির, জয়শ্রীকর জয়া, শাকিলা পরভীনা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: সুন্দরী বৌ। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শাওন, চমক প্রমুখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!