বাংলাদেশ পাটকল কর্পোরেশন নিয়ন্ত্রিত ২৫টি জুট মিল বন্ধ হয়েছে ১জুলাই। এসব মিলে প্রায় ৭০হাজার শ্রমিত কর্মরত ছিল। করোনা দুর্যোগকালীন সময়ে এসব শ্রমিকদের বকেয়া মজুরি, বেতন ও বোনাস ঈদের আগেই পরিশোধের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ দাবি করেছেন।
নগরীর খালিশপুরের নিজস্ব কার্যালয়ের এক জরুরী নির্বাহী বৈঠকে পর এ দাবি করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খান গোলাম রসুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ফিরোজ মিয়া, ইউনুস মিয়া, সিরাজুল ইসলাম, মুমিনুল ইসলাম, বজলুর লশিদ, আনিসুর রহমান মন্টু, শহিদুল ইসলাম, শাহ আলম প্রমুখ ।
খুলনা গেজেট / এনআইআর