প্রায় চার মাস ঘরবন্দি থাকার পর অভিনয়ে ফিরলেন মডেল-অভিনেত্রী সারিকা। করোনা দুর্যোগের কারণে গত মার্চের পর থেকে অভিনয়ে ছিলেন না সারিকা। শনিবার থেকে শুরু করেছেন একটি খণ্ড নাটকের কাজ। নাটকটি পরিচালনা করছেন তপু খান। সারিকা বলেন, আগেও আমি মাঝে মধ্যে অভিনয় থেকে বিরতি নিতাম। কাজ বেশ কম করতাম। কিন্তু করোনাভাইরাসের জন্য এভাবে এতো দীর্ঘ বিরতি চলে আসবে সেটা কল্পনায়ও ছিল না। তবে গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনা আক্রান্ত হওয়ায় কাজে ফেরার সময়টি পিছিয়ে যায়।
সারিকা বলেন, বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাইও সুস্থ আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি ঈদের নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। মাঝে বিরতি নিলেও গত বছর থেকেই নিয়মিত অভিনয় করছেন সারিকা। এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে তার। ঘরবন্দি সময়ে সন্তান ও ঘরের কাজ করেই সময় কেটেছে বলেও জানান সারিকা।