খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

ঈদের পরে কমলো সোনার দাম

গেজেট ডেস্ক 

ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১১ মে) থেকে এ দাম কার্যকর হবে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৬ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৫ হাজার ৩৭০ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি গ্রাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা।

এর আগে ২৫ এপ্রিল ঈদের আগে বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সময় ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৬৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৩৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৪৫০ টাকা এবং সনাতন সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪ হাজার ৫৫০ টাকা।

প্রতি ভরি স্বর্ণের দাম

নতুন দাম
২২ ক্যারেট: ৭৬ হাজার ৫১৬ টাকা।
২১ ক্যারেট: ৭৩ হাজার ১৭ টাকা।
১৮ ক্যারেট: ৬২ হাজার ৬৩৬ টাকা।
সনাতন: ৫২ হাজার ১৯৬ টাকা।

আগের দাম
২২ ক্যারেট: ৭৭ হাজার ৬৮২ টাকা।
২১ ক্যারেট: ৭৪ হাজার ১৮৩ টাকা।
১৮ ক্যারেট: ৬৩ হাজার ৫৬৯ টাকা।
সনাতন: ৫৩ হাজার ৭১ টাকা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!