খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

ঈদের পরিকল্পনা জানালেন মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক

দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার মধ্য দিয়ে রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে ঈদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ব্যস্ততার মাঝে রাজধানী থেকে নাড়ির টানে ছুটে যায় সকলেই।

অনেকের রয়েছে অনেকরমক পরিকল্পনা। এদিকে তারকারাও এ গণ্ডির বাইরে না। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক সংবাদ সম্মেলনে ঈদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ঈদে আমাদের আলাদাভাবে সেরকম কিছু আয়োজন করা হয়নি। যেহেতু দুই পরিবার একসাথেই এইবার ঈদ করবো। এই ঈদটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার।’

তার ভাষ্যে, ‘ঈদের দিন সবাই আসবে আমরা একজন আরেকজনকে দেখবো এই জিনিসটা যদি সুন্দর মতো হয় এটায় আশা করছি এবং এটার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে আদনান আল রাজীব বলেন, ‘পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয়না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!