পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার (২ জুলাই) সকাল থেকে ফের শুরু হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এই ছুটির সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি এবং ১ জুলাই ভারত ও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা ঈদ উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ ২ জুলাই থেকে পূর্বের নিয়মে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
খুলনা গেজেট/এনএম