খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
  কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নবী নেওয়াজ পাঁচ দিনের রিমান্ডে
  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত

ঈদের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু, মাধ্যমিক খুলছে কাল

গে‌জেট ডেস্ক

দীর্ঘ রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) খুলবে মাধ্যমিক বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি চলে।

সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খুললেও ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণভাবে পাঠদান শুরু হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয় ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। ঈদ পরবর্তী ৪০ দিনের এই ছুটি শেষে বুধবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়া হবে এবং সেদিন থেকেই পুরোদমে ক্লাস শুরু হবে।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয় আরও আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ মিলিয়ে ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে মাদরাসাগুলো খুলে দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনায় আজ থেকেই পাঠদান পুরোদমে চালু করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে ৩ এপ্রিল। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় রোববার (৬ এপ্রিল) থেকে ক্লাস শুরু হয়। তবে ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির কারণে ক্লাস হয়নি। মঙ্গলবার থেকে এসব কলেজে আবারও স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়েছে। তবে যেসব কলেজ ‘স্কুল অ্যান্ড কলেজ’ হিসেবে পরিচালিত, সেগুলো মাধ্যমিক পর্যায়ের সঙ্গে মিলিয়ে বুধবার ৯ এপ্রিল খুলবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!