পবিত্র ঈদুল আযাহকে সামনে রেখে উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
শনিবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড তার এখতিয়ারভুক্ত এলাকায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটসমূহে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের জন্য নিয়মিত টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহারসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ঈদের সময় মাদকের বিস্তার রোধকল্পে নিয়মিত বোট/নৌযান সমূহে তল্লাশী চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।
খুলনা গেজেট/এমএম